কল রেট কমানোর সহজ উপায় গুলো জেনে নিন

কল রেট কমানোর সহজ উপায় গুলো জেনে নিন

বাংলাদেশে যে ৫ টা অপারেটরের সিম আছে একটু বুদ্ধি খাটালে রেগুলার কল-রেট থেকে সব অপারেটর কম কল-রেটো কম রেটে কথা বলা যায়।

 সে Tricks অনেকে জানে অনেকে জানে না, যারা জানেন না তাদের জন্য পোষ্ট। ১০০% নির্ভুল তথ্য অনেক কষ্টে সব অপারেটর থেকে সময় দিয়ে কালেক্ট করলাম। আশা করছি আপনারা যারা যে অপারেটর Use করেন না কোনো আপনাদের উপকার এ আসবে।

শুরু করা যাকঃ-

আপনার যারা যে অপারেটর Use করেন না কেনো ২০/৫০/১০০ টাকা রিচাজ করলে কল-রেট অনেক বেশি কাটবে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে। শুধু টেলিটক ছাড়া, কারন টেলিটক কল-রেট ৪৫/৪৭ পয়সা কল-রেট কোনো শর্ত ছাড়াই, যেকোনো এমাউন্টও রিচাজে সব সময়।

এখন আপনারা হয়তো ৩৯/৪৯/৯৯ টাকা রেট কাটার রিচাজ করেন কল-রেট কমের জন্য তারা ১.৫ সেকেন্ড কল-রেট + ভ্যাট সহ ৯০ পয়সা কল-রেট, ১০ সেকেন্ড পালস  অফার দেয়, তাও মেয়াদ ৩/৭/১৫ দিন। মেয়াদ শেষে আবার কল-রেট ২ টাকা পার মিনিট কাটে!

 কিন্তু মাথা খাটিয়ে কম কল-রেট অফার নেওয়া যায়। 

গত ২ বছরে অপারেটর সব কল-রেট বাড়িয়েছে। শর্ত ও বাড়িয়েছে দেশিয় অপারেটর টেলিটক ছাড়া।

এখন বতমান অবস্থা অনুযায়ী সব অপারেটর গুলার কল-রেট অফার সিরিয়াল এ দেওয়া আছে এসব অফার নিলে আগে যে অফার নিতেন তার থেকে অনেক টাকা সাশ্রয় হবে।  

মোবাইলে কম টাকায় ২ ভাবে কথা বলা যায়ঃ

১/ মিনিট ২/ কল-রেট।

 যারা মাসে সিম দিয়ে কথা বলে তাদের মিনিট কিনলে কল-রেট থেকে টাকা কম আসবে, বেশি কথা বলার জন্য মিনিট বেষ্ট । আর যারা কথা কম বলে মাসে ১০০-১৬০ টাকা খরচ হয় বা তার চেয়ে কম কথা বলার জন্য তাদের জন্য কল-রেট বেষ্ট কথা বলার জন্য।

টেলিটকঃ  টেলিটক ১ টা সুবিধা সেটা হলো কোনো শর্ত নাই, নিদিষ্ট এমাউন্ট রিচাজ করা লাগে না সব সময় ৪৫/৪৭ পয়সা কল-রেট + ভ্যাট সহ ৬০/৬৩ পয়সা পার মিনিট কাটবে, যেকোনো এমাউন্টও রিচাজে। ১ সেকেন্ড পালস। 

 তাই টেলিটক মিনিট কিনার দরকার নাই, কল-রেট এতো কমে দিচ্ছে মিনিট রেট কল-রেট সেইম। কথা বলার+ কল রেটের জন্য টেলিটক বেষ্ট। কেনো শর্ত ছাড়াই, বাংলাদেশ সবনিম্ন কল-রেট অফার টেলিটক দেয়। জিবির দাম কম অন্য অপারেটর থেকে। যেখানে টেলিটক নেটওয়ার্ক 2G/3G আছে সেখানে টেলিটকই বেষ্ট। 

এয়ারটেলঃ  ১/ এয়ারটেল Yolo প্যাকেজে কল-রেট কম। আগে ৪৫ পয়সা কল-রেট অফার দিতো। এখন ৫৪ পয়সা কল-রেট+ ভ্যাট+ Sd সহ ৭২ পয়সা পার মিনিট কাটবে যেকোনো এমাউন্ট রিচাজে কোনো শর্ত নাই, ১ সেকেন্ড পালস।

Yolo package কিভাবে করবেন? My Airtel Apps এ যাবেন তারপর Yolo Option লিখা পাবেন সেটায় Click করবেন। দেখবেন ৫৪ পয়সা পার মিনিট কল-রেট Join Youlo package সেটা Click করে Active করে নিবেন ব্যাস আপনার প্যাকেজটি Yolo প্যাকেজে মাইগেট হয়ে যাবে।

আর যদি আপনার এ অপশন না দেখায় তাহলে আপনার প্যাকেজ Yolo তো মাইগেট করা আছে না হয় ১২১ এ কল দিয়ে করে নিতে হবে। ১২১ এ কল দিবেন বাংলার জন্য ১ চাপবেন ৪ এ চাপবেন এরপর ৫ চাপবেন doorstops Agents এর সাথে কথা বলতে পারবেন। 

২/ ৯৪ টাকা রিচাজ করলে ৩০ দিন, ১৩৩ টাকা রিচাজ করলে ৬০ দিন ৫৮ পয়সা কল-রেট পাবেন+ ভ্যাট + Sd সহ ৭৭ পয়সা পার মিনিট কল-রেট কাটবে, ১০ সেকেন্ড পালস।

 মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে।  

 এ অফার যারা Yolo package নাই তারা নিবেন। ভালো হয় Yolo package মাইগেট করে রাখলে তাহলে রেট কাটার রিচাজ করার প্যারা থাকবে না। কোনো শর্ত ছাড়াই ৭২ পয়সা কল-রেট পাবেন সব সময়।

গ্রামিনফোনঃ  জিপি অনেক বড় ডাকাত সেটা সবাই জানে। জিবির দাম যেমন বেশি, কল-রেট ও বেশি। কিন্তু ২ টা অফার আছে যেটা কল-রেট কম কাটবে।

১/ My Gp Apps এ ঠুকবেন মিনিট এ Click করলে 69 poisa কল-রেট+ ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা পার মিনিট কল-রেট কাটবে, ১০ সেকেন্ড পালস। 

মেয়াদ ২ দিনের জন্য Free তে নিতে পারবেন। মাসে ১০ বার নিতে পারবেন। এভাবে রেট কাটার রিচাজ ছাড়া এ কল-রেট নিতে পারবেন। 

 টেলিটক সীমের সুবিধা-অসুবিধা গুলি জেনে নিন

২/ My Gp Apps থেকে Recharge অপশন থেকে বিকাশ/ নগদ/ রকেট/ উপায় Etc থেকে ১৩৯ টাকা রিচাজ করলে ৪৮ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৬৪ পয়সা পার মিনিট কল-রেট কাটবে ৩০ দিন, ১০ সেকেন্ড পালস। 

এছাড়া ৩০৯ টাকা রিচাজ করলে  ৯০ পয়সা কল-রেট কাটবে ৩ মাস মেয়াদ। পালস ১০ সেকেন্ড। 

২১/২৯/৩৯/৪৯/১০৯/২০৮ টাকা রিচাজ করলে ৯২ পয়সা কল-রেট কাটবে ভ্যাট+ Sd সহ। 

মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কল-রেট কাটবে!

সবচেয়ে বেষ্ট অফার ১৩৯ টাকা রিচাজ ৬৪ পয়সা কল-রেট  এবং Apps থেকে Free তে ৬৯ পয়সা কল-রেট+ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা কল-রেট অফার নেওয়া।

 বাংলালিংকঃ  বাংলালিংক রেট কাটার রিচাজ করলে কল-রেট কম এছাড়া কল-রেট বেশি। ২টাকা পার মিনিট কল-রেট  কাটে রেট কাটার রিচাজ ছাড়া। 

১০৯ টাকা রিচাজ করলে ৫৯ পয়সা কল-রেট +ভ্যাট+ Sd সহ ৭৯ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। পালস ১০ সেকেন্ড। 

১৫৯ টাকা রিচাজ করলে ৫৯ পয়সা+ ভ্যাট+ Sd সহ ৭৯ পয়সা কল-রেট কাটবে ৬০ দিন। পালস ১০ সেকেন্ড। 

 রবিঃ  রবি রেট কাটার রিচাজ ছাড়া কল-রেট বেশি ২ টাকা পার মিনিট কাটে।

১/ My Robi Apps এ ঢুকবেন তারপর Internet pack এ Click করবেন, তারপর Voice এ Click করবেন এরপর একদম নিচে চলে যাবেন, Robi Ichchedana অফার টি Click করে ৩০ দিনের জন্য নিবেন। 

৫০ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৭০ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। ১০ সেকেন্ড পালস।  এ অফার পাবেন নিতে পারেন রেট কাটার রিচাজ ছাড়া। ৩০ দিনে ১ বার নিতে পারবেন। 

এ  অফার ভালো। কোনো রেট কাটার রিচাজ প্যারা নাই মাসে ১ বার My Robi Apps থেকে Active করে নিলে ৭০ পয়সা কল-রেট কাটবে ভ্যাট+ Sd সহ ৩০ দিন।

২/ ৪৭ টাকা রিচাজ করলে ৫৪ পয়সা কল-রেট +ভ্যাট+ Sd সহ ৭২ পয়সা কল-রেট পাবেন ৩ দিন, ১০ সেকেন্ড পালস। 

২০৮  টাকা রিচাজ করলে ৬০ পয়সা কল-রেট + ভ্যাট + Sd সহ ৮০ পয়সা কল-রেট পাবেন মেয়াদ ৯০ দিন। ১০ সেকেন্ড পালস। 

৪৯ টাকা রিচাজ করলে ৭ দিন, ১০৬ টাকা রিচাজ করলে

 ৬৯ পয়সা কল-রেট + ভ্যাট + Sd সহ ৯২ পয়সা কল-রেট কাটবে ৩০ দিন। পালস ১০ সেকেন্ড। 

রেট কাটার রিচাজ করলে মেয়াদ শেষ হলে ২ টাকা পার মিনিট কাটবে বা ২০/৫০ টাকা রিচাজ করলে ২ টাকা পার মিনিট কাটবে।   

 আমার মতামতঃ

১/এখন মোবাইলে ২টা সীম Use করা যায়। 2nd Sim Teletalk Use করতে পারেন কল-রেট কম এজন্য  যদি টেলিটক নেটওয়ার্ক 2G/3G পান তাহলে কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন। রেট কাটার রিচাজ করা লাগে না, কোনো শর্ত নাই, যেকোনো এমাউন্ট রিচাজে ৪৫/৪৭ পয়সা কল-রেট কাটে, সব সময়। ১ সেকেন্ড পালস। এমন অফার রেগুলার অন্য অপারেটর দেয় না যা বছরের পর বছর টেলিটকে দিচ্ছে। পাশাপাশি জিবির দাম ও অন্য অপারেটর থেকে কম টেলিটকে। 

২/ এয়ারটেল Yolo package বেষ্ট টেলিটক এর পর, রেট কাটার রিচাজ ছাড়া সব সময় ৭২ পয়সা কল-রেট কাটবে. ১০ সেকেন্ড পালস। যেকোনো এমাউন্টও রিচাজে এ কল-রেট পাবেন 

৩/ Robi Ichchedana ৭০ পয়সা কল-রেট ভ্যাট+ Sd সহ, ৩০ দিনে ১ বার নিতে পারবেন। রিচাজ করা লাগে লাগবে না,কোনো শর্ত ছাড়াই। My Robi Apps থেকে নেওয়া লাগে Minute Option থেকে Active করে নেওয়া লাগে ৩০ দিনে ১ বার Active করে নিলে কাজ চলে যাবে৷ যেকোনো এমাউন্টও রিচাজ এ কল-রেট পাবেন।

৪/ Grameenphone ৬৯ পয়সা কল-রেট + ভ্যাট+ Sd সহ ৮৯ পয়সা কল-রেট My Gp Apps থেকে ২ দিনের জন্য নেওয়া যায়। মাসে ১০ বার, ২০ দিন এ কল-রেট সুবিধা পাবেন কেনো রিচাজ ছাড়া, সব সময়। ২ দিন পর Active করতে হয় কষ্ট করা ছাড়া। যেকোনো এমাউন্টও রিচাজে এ কল-রেট পাবেন। 

৫/ বাংলালিংক রেট কাটার রিচাজ অফার মেয়াদ দিচ্ছে বেশি + কল-রেট তুলনামূলক কম।

পালসঃ  পালস মানে হলো সেকেন্ড কতো পয়সা কাটবে সেটা বুঝায় । সব অপারেটর ১০-২০ সেকেন্ড পালস থাকে টেলিটক ছাড়া। 

মানে ১০ সেকেন্ড পালস হলে ২ সেকেলে কথা বল্লে ও ১০ পয়সা কাটবে, ১০ সেকেন্ড কথা বল্লে ও ১০ পয়সা কাটবে।

২০ সেকেন্ড পালস হলে ১৩ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে, ২০ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে।

টেলিটক ১ সেকেন্ড পালস। মানে ১ সেকেন্ড ১ পয়সা কাটবে। সব সময়....

এতোক্ষন কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু হিসেব করে চললে মাস শেষে আমাদের অনেক টাকা বাঁচবে যে অপারেটর Use করেন না কেনো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম